বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ। ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিউল্লাহ মনি’র সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার গোলাম আযমের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মন্ডল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, রবিউল ইসলাম ওবাইদুল, হাজারী হারুন অর রশিদ, মিজানুর রহমান জালাল, রাশেদুল ইসলাম বাবু মন্ডল প্রমুখ।
সম্মেলনে বিএনপির শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরা ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব বেছে নিবেন বলে জানা যায়।