বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

বদলগাছীতে নিজ বাড়ীতে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা, অতঃপর আটক

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ / ২১৩ বার পঠিত
আপডেট : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ

নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির উঠানে ১ বছর ধরে গাঁজার গাছ রোপন এবং পরিচর্যার অভিযোগে ১ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

 বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক এনামুল হক (৪০) ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক তার বাড়ির উঠানে আম গাছের আড়ালে দীর্ঘ ১ বছর ধরে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। তবে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে যাতায়াত করলেও গাছটি গাঁজার গাছ তা তারা জানতেন না।

বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এনামুল হককে আটক করেছি। তার বাড়ির উঠান থেকে একটি বড় গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

ভিডিওতে দেখতে….https://www.facebook.com/share/v/14ndCESf3L/

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর