পি.কে রায়, স্টাফ রিপোর্টারঃ
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপি আয়োজিত মেলায় বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে এ মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এ মেলায় উপজেলার ২১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। মেলায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে। প্রদর্শিত বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর স্টলগুলো পরিদর্শন করেন মেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী স্টল পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, “নিত্যনতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সহায়ক ভূমিকা পালন করবে”।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোছা. জোহরা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।