শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

আমতলী সেরা স্কুলের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জমজমাট উদ্ভোধন

ফাতেমা আক্তার, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ / ৩৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ

ফাতেমা আক্তার, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন বছরের শুরুতে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

২৮শে জানুয়ারি মঙ্গলবার সকাল এগারোটায় বিদ্যলয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তারেক হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার অলি আহাদ, প্রতিষ্ঠাতার সন্তান মেজবাহ উদ্দিন ফয়সাল তালুকদার, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন, সদস্য সচিব তুহিন মৃধা,সাউথ বেঙ্গল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও চ্যানেল আমতলীর পরিচালক সাইফুল্লাহ নাসির,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও আমতলী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম কবির, চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, আঁচল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, তরিকুল ইসলাম টারজান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মইনুদ্দিন মামুন, পৌর বিএনপি’র সিনিয়র সদস্য মিল্টন বিশ্বাস ও এইচ এম দিলোয়ার হোসেন। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও সুধী সমাজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত গীতা পাঠ, জাতীয় সংগীত,শান্তির প্রতীক কবুতর উড়িয়ে, শপথ ও মনোজ্ঞ ডিসপ্লের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সঞ্চালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম কাওসার।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর