শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

সখিপুরে অবৈধ কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

মোঃ আঃ হামিদ মুকুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধঃ / ১১১ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখিপুর উপজেলার বংকী এলাকায় টাঙ্গাইল ভোক্তা অধিদপ্তর একটি অবৈধ টমেটো সস্ কারখানায় অভিযান পরিচালনা করে মালিককে দুই লক্ষ টাকা অর্থ দন্ড দিয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জহির হট টমেটো সস্ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।এসময় কারখানার ভিতরে শিশুদের লোভনীয় খাবার-চিপসসহ মাত্রাতিরিক্ত কেমিক্যাল মেশানো বিভিন্ন ধরণের সরঞ্জামাদি পাওয়া যায় এবং তাদের কারখানার কোন লাইসেন্স বা বৈধ কাগজপত্রও নেই।

এছাড়া দীর্ঘদিন যাবৎ এ কারখানায় অনুমোদনবিহীন রং মিশিয়ে সস্ তৈরি করাসহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক উপাদান ব্যবহার করার দায়ে কারখানার মালিক জহিরুল ইসলামকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান।

এসময় তিনি এক হাজার লিটার সস্ ধ্বংস করেন। ভোক্তা সংরক্ষণ আইনে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি  জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর