নওগাঁ আত্রাইয়ের সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। শুরুতে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশনার পর ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়। পরে একে একে দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, বিস্কুট খেলা, বালিশ খেলা, বর্ষা নিক্ষেপ, চেয়ারখেলা উচ্চ এবং দীর্ঘলম্প ডিসকাস, গোলক নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইস্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কে এম খয়বর রহমান, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, শাহাদাৎ হোসেন রকেট, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কে এম আয়ূব আলী, সাবেক ইউপি সদস্য মো.বেশারতুল্যা,সাবেক স্কুল সদস্য মোঃ আলম হোসেন।