শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম

তালতলীতে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও চ্যানেল আমলীর নিন্দা

ফাতিমা আক্তার, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ / ৩২ বার পঠিত
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ

বরগুনার তালতলীতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও টেলিভিশন ফোরাম তালতলীর সভাপতি ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ মিছিল চ্যানেল আমতলী কর্তৃপক্ষ নিন্দা জানিয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের স্লুুইজগেট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ কর্মসূচিতে এলাকার ছয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।অপরদিকে চ্যানেল আমতলী কর্তৃপক্ষ সভা করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

পঁচাকোড়ালিয়া ইউনিয়ন বিএনপির’র সহ-সভাপতি আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মনিরুজ্জামান, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, বরগুনা প্রেসক্লাবের সদস্য শাহ আলী, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, সাংবাদিক সোহেল রানা, সাবেক ইউপি সদস্য উত্তম কুমার, জালাল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সংক্রান্ত দ্বন্দের জেরে গত শনিবার ১ম ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরাফাত খানের পিতা জলিল খান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ৩৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে ৪ নাম্বার আসামি করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই হয়রানি মূলক মামলা থেকে সাংবাদিক ফয়সাল সিকদারকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকেও জবাবদিহি করতে হবে। অতিদ্রুত এ মামলা থেকে অব্যাহতি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ার করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর