যশোরের মনিরামপুরে পরিত্যক্ত একটি ঘর থেকে জেসমিন আক্তার জোসনা (৩৫) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ।
রবিববার (৯ ফেব্রুয়ারী) আনুঃ রাত ১টার দিকে পরিবারের লোকজন জানতে পারে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সংবাদ পেয়ে সোমবার দুপুরে মনিরামপুর থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। নিহত জেসমিন আক্তার জোসনা উপজেলার গোপালপুর গ্রামের রায়হান দফাদারের স্ত্রী। এ ঘটনায় ঘটনায় গৃহবধূর ভাই সাইফুল ইসলাম সাগর বাদী হয়ে মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
সাগরের অভিযোগ, বোনের শ্বশুর আব্দুল মমিন বিভিন্ন সময় জোসনাকে কু-প্রস্তাব দিতেন,এ বিষয়ে জোছনার ছেলে দাদা আব্দুল মতিন কে হত্যাকারী বলেন। ঘটনার পর থেকে জোসনার শ্বশুর আব্দুল মমিন দফাদার পলাতক রয়েছেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন হোসেন মোল্যা,বলেন গৃহবধূর ঘাড়ে একটি দাগ দেখে সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা।