জবেদা মেমোরিয়াল ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৪ সিজন ফোরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে জাজিরা ডায়াগনস্টিক সেন্টার ৭ উইকেটে রাজশাহী কিডনি ডায়ালাইসিসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
জাজিরা ডায়াগনস্টিক সেন্টার। জবাবে ব্যাট করতে নেমে রাজশাহী কিডনি ডায়ালাইসিস রান সংগ্রহ করেন ১৪১। পরে বিশাল রান তারা কতে গিয়ে মাত্র ১২.১ বলে ৭ উইকেটে সহজ জয় নিয়ে চাম্পিয়ান হোন দলটি।
ফাইনাল এই খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হোন জাজিরা ডায়াগনস্টিক সেন্টারের সেলিম।
পরে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জোবেদা ফাউন্ডেশনের সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক ও (গ্যাসটা এন্ট্রোলজি) ডা: মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ মনোয়ার তারিক সাবু, সহযোগী অধ্যাপক হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক ফারহান ইমতিয়াজ, ডা: মারুফ আল হাসান, সহযোগী অধ্যাপক ডা: রফিকুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।