সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ৯ং সুরমা ইউনিয়ন এর ৯ং ওয়ার্ডের ওয়ার্ড বরকত নগর (বন্দেরবাড়ি) গ্রামের সরকারি জায়গার একাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে অবৈধ দখলদার মনফর আলীর বিরুদ্ধে।
গত শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি ) অবৈধ দখলদার মনফর আলী সরকারি জায়গার আর এস ২৩৯ দাগের গাছগুলো কেটে দেয়।
এ প্রসঙ্গে স্থানীয়রা অবৈধ দখলদার মনফর আলীকে উচ্ছেদের জন্য সরকারি কমিশনার ভূমি অফিসে যাবার উদ্যোগ প্রকাশ করেন। তাই অবৈধ দখলদার হওয়ায় যেকোনো সময় উচ্ছেদের বিষয় থাকায় মনফর আলী নিজে অবৈধ দখলদার হয়েও সরকারি এসব গাছপালা কেটে অসাধু উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা চালাচ্ছে বেশ কিছুদিন ধরে। বেশ কয়েকটি গাছ কাটার পর বিষয়টি ফরেস্ট অফিসার নজরে আসলে একটি সীল কড়ই গাছ কাটার হাত থেকে রক্ষা করে এলাকাবাসী।
শনিবার (২৫ই ফেব্রুয়ারি) ফরেস্ট অফিসারের টিম সরেজমিনে গেলে, কয়েকটি গাছ কাটার নমুনা পাওয়া পান। গাছ কাটার বিষয়টি ধামাচাপা দিতে গাছের শিকড়সহ অবশিষ্ট অংশ ঢেকে রাখে মনফর আলীর পরিবার।
এ বিষয়ে দোয়ারাবাজার সরকারি কমিশনারকে জানালে তিনি ফরেস্ট অফিসার আবুল কালাম এর নাম্বারে যোগাযোগ করার জন্য বলেন।
অবৈধ গাছ কাটার বিষয়ে ফরেস্ট অফিসার এর নিকট জানতে চাইলে প্রতিবেদককে জানান অবৈধ গাছ কাটার ঘটনা সত্যতা পাওয়া গেছে এবং আমি ছুটিতে আছি আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।