বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

বদলগাছীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার 

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ / ১৬১ বার পঠিত
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০১ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ

নওগাঁর বদলগাছীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় রিপন মন্ডল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করার পর তাকে আজ নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানাযায়, শিশুটি দুপুরে গ্রামের একটি পুকুরে গোসল করছিল। এ সময় রিপন মন্ডল শিশুটির হাত ধরে পুকুরের পশ্চিম পাড়ে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশী আলাউদ্দিন এবং তার বাবা ছুটে এলে রিপন পালিয়ে যান।

পরে শিশুটির পরিবার স্থানীয় লোকজনদেরকে ঘটনাটি জানায়। এরপর সন্ধ্যায় পুলিশকে খবর দিয়ে রিপনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে রবিবার রাতে বদলগাছী থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেন। সেই মামলায় রিপনকে গ্রেপ্তার দেখানো হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মামলাটি নারী ও শিশু আইনের ধর্ষণ চেষ্টায় লিপিবদ্ধ করা হয়েছে।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর