“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় গত জানুয়ারিতে শুরু হওয়া তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিস কুমার ঘোষ, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আশিস কুমার দেবনাথ, ওসি তদন্ত আবু তালেব, ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা, সাংবাদিক সুধিজন প্রমুখ।