সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলনের কাজ করার সময় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক হাবিবুর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ই ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নদীর গড়কাটি নামক এলাকায় বালু উত্তোলনের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাবিবুর রহমান।
একপর্যায়ে নদী লাগোয়া গড়কাটি গ্রামে তাঁর নিকটাত্মীর বাড়িতে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম জানিয়েছেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।
মরদেহ নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।