বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

সিংসাড়া কে ইউ ডি এম হাইস্কুল ও কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ / ২৮৫ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ

নওগাঁর আত্রাইয়ে সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ প্রাঙ্গন শহীদ মিনারে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ, সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কুঁড়ি একাডেমির ছাত্র ছাত্রীর পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সেখানেই অমর একুশের গুরুত্ব তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে ভাষা শহীদ, দেশ জাত ও শহীদ পরিবারের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. তহিদুল ইসলাম, উপজেলার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. কে এম খয়বর রহমান, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী, অত্র বিদ্যালয়ের সাবেক সদস্য মো.আলম হোসেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য দেওয়ান বেশারতুল্যা, সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার আলম রতন সহ হাইস্কুল ও কলেজের প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর