দ্বিতীয় ছারছিনা খ্যাত বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে তিনদিন ব্যাপী মাহফিলের আজ শেষ দিন আজ শুক্রবার আখেরী মোনাজাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহন করেন।
আখেরী মোনাজাতে ছারছিনা শরীফের পীর সাহেব হুজুর আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন দেশ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেছেন। এ সময় লক্ষাধীক মুছুল্লীর সমবেত কন্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দান।
উল্লেখ্য, প্রতি বছর ছারছীনা শরীফের কুতবুল আলম হযরত মাওলানা শাহ্ ছুফী নেছারুদ্দীন আহমদ রহমতুল্লাহ এর ৭৩ তম, মুজাদ্দিদে যামান হযরত মাওলানা শাহ্ ছুফী আবু জাফর মোহাম্মদ ছালেহ রহমতুল্লাহ এর ৩৫ তম এবং কুতুবুল আলম আলহাজ্ব হজরত মাওলানা মোহাম্মদ মোহেবুল্লাহ রহমতুল্লাহ এর প্রথম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ছারছিনা দরবার শরীফের পর এটিই ছারছিনা দরবারের ভক্তদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত।