বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

জননেতা ও ডায়মন্ড হারবারের এম পি অভিষেক ব্যানার্জি র মডেল স্বাস্থ্য শিবির পরিদর্শন

মনোয়ার ইমাম, কলকাতা, ভারত প্রতিনিধিঃ / ২১ বার পঠিত
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজ মডেল স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির অংশ হিসেবে পরিদর্শন করেন পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভার এম পি অভিষেক ব্যানার্জি। এদিন সকাল থেকে ফলতা এবং বজবজ বিধান সভার প্রায় কয়েক হাজার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা দিতে নিজে পরিদর্শন করেন জনস্বাস্থ্য পরিষেবা কেন্দ্র।

তিনি স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলেন। আগত অতিথিদের সাথে মতবিনিময় করেন এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোন সমস্যা হচ্ছে কি না তা সুনিশ্চিত করতে রুগীদের সাথে কথা বলেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এবং জন পরিষেবা দিতে তিনি তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার কেন্দ্র জন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র সেবা চালু করেছে। এই পরিসেবা কেন্দ্রে রুগী ও ডাঃ দের মধ্যে সমন্বয় করে এগিয়ে চলেছে। এর ফলে হাজার হাজার মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন বিনামূল্যে।

আগামী দিনে এই পরিষেবা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন। তার জন্য বিভিন্ন যায়গায় স্বাস্থ্য পরিষেবা ক্যাম্পাস তৈরি করা হয়েছে। রুগীদের পরিষেবা দিতে সবধরনের সহযোগিতা করছেন ডাক্তাররা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর