বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০মিনিট পর্যন্ত

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ / ১০১ বার পঠিত
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসেন, নিউজ ডেস্কঃ

পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৬ (২০২৫ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব

সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নিম্নরূপ অফিস সময়সূচি নির্ধারণ করা হলোঃ

রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

তবে আদালতসহ বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত সরকারি অন্যান্য প্রতিষ্ঠান নিজেদের মতো রমজানের সময়সূচি নির্ধারণ করবে। সে সঙ্গে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন-বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর