রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্প এর আওতায় দিনাজপুরের হিলিতে তিনদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার(২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা চত্বরে কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এতে ১৪ টি স্টলে কৃষকরা তাদের বিভিন্ন গাছ গাছালি ও পণ্য সাজিয়ে রেখেছেন।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয় সড়কের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ শেষে আবারও সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।