যশোরের অভয়নগরে উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা নাজির, নায়েবসহ নিটল মটরস লিঃ এর কর্মকর্তাদের যোগসাজশে সরকারি রাস্তার সংযুক্ত থাকা সরকারি গাছ এলাকাবাসীর বাঁধার মুখেও কেটে লুট করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের উত্তরপাড়া সিংগেরপাড়া নিটল মটরস লিঃ এর পিছনে রুপ সনাতন ধামের রাস্তার সংযুক্ত সড়কে এ ঘটনা ঘটেছে। সরেজমিনে জান গেছে, সরকারি রাস্তার সাথে বেড়ে উঠা মেহগনি ও শিরিষ গাছ প্রায় ৪০ বছরের পুরাতন গাছ সরকারি ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় চেঙ্গুটিয়া ভূমি অফিসের নায়েব আরিফুল ইসলামসহ নিটল মটরসের কর্মকর্তারা যোগসাজশে সরকারি গাছ কেটে লুট করে ফেলেছে। এলাকাবাসী বাঁধা দিলেও সরকারি কর্মকর্তারা কোন কর্ণপাত করেনি।
বরং স্থানীয় একাধিক সাধারণ মানুষদের মামলা করে হয়রানি করার হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। এবিষয়ে নিটল মটরস অফিসের এক কর্মচারী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা ও নায়েবসহ সকলে মোটা অংকের টাকার মাধ্যমে নিটল মটরস কর্তৃপক্ষ ওই সরকারি গাছ কেটে লুট করেছে। আমরা সামান্য কর্মচারী আমরা অনেককিছু দেখেও কথা বলতে পারিনা। এবিষয়ে অভয়নগর চেঙ্গুটিয়া ভূমি অফিসের নায়েব আরিফুল ইসলাম বলেন, আমি কোটে আসছি সরকারি গাছ কেটে ফেলার বিষয়ে আমি কিছু জানিনা।
এবিষয়ে নিটল মটরস লিঃ এর বসুন্দিয়া অফিসের জিএম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত সপ্তাহে আমাদের এমডি মহোদয় মিল পরিদর্শন করেন, ওই সময় তিনি মিলের পিছনের ক্রয়কৃত জমি সীমানা নির্ধাণকরে বালি দিয়ে ভরাট করতে বলেন, সেই ধারাবাহিকতায় আমরা ইউনিয়ন পরিষদে লিখিত ভাবে সীমানা নির্ধারণ করার আবেদন করি। সেই আলোকে গতকাল রোববার আমরা নিজস্ব আমিন দিয়ে আমাদের সীমানা নির্ধারণ করি। এসময় সরকারি গাছ কাটার বিষয়ে জানতে চায়লে তিনি প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন খোকনের নির্দেশে গাছ গুলো কাটা হয়েছে।
এব্যাপারে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিমউদদীন খোকন বলেন, তারা আমাদের কাছে একটি লিখিত আবেদন করেছে গাছ কাটার নির্দেশের বিষয়ে জানতে চায়লে তিনি বলেন, এরকম কোন নির্দেশ আমি দেয়নি।
এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের মুঠোফোনে সরকারি গাছ কাটার বিষয়ে জানতে চায়লে তিনি সাংবাদিকদের উপর ক্ষীপ্ত হয়ে দূর ব্যবহার করে ফোন কেটে দেন।