নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টা হতে দিন ব্যাপী উপজেলার ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী মমরেজ হোসেন।
এ সময় সাংবাদিক হাফিজুল হক এর পরিচালনায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।