শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

হিলিতে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

মোঃ ওয়াজ কুরনী, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ / ৩৬ বার পঠিত
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ

‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রবিবার (২ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাজাহান আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, ভোটার তথ্য সংগ্রহকারী (সুপারভাইজার) আনোয়ারুল ইসলাম টুকু, তথ্য সংগ্রহকারী মোঃ ফারুক হোসেন প্রমুখ।

আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বিগত দিনে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। দিনের ভোট রাতে নেওয়া হয়েছে। জুলাই-আগষ্ট ২৪ গণঅভ্যুত্থানের পরে বৈষম্যহীন বাংলাদেশ গড়াতে ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে’ আজকের প্রতিপাদ্যর যথাযথ বাস্তবায়ন চায় বক্তারা। সেই সাথে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য আহবান জানান উপজেলা নির্বাচন অফিসার।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর