বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

২০ টাকা হালির লেবু এখন ৬০ টাকা

মোঃ ওয়াজ কুরনী, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ / ১৭ বার পঠিত
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ

পবিত্র রমজানের প্রথম দিন থেকে দিনাজপুরের হিলি বাজারে বিক্রি হচ্ছে লেবুর হালি ৬০ টাকা দরে। প্রতি পিস ১৫ টাকায় কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, বর্তমান লেবুর সিজন না, যার কারণে বেশি দামে কিনতে হচ্ছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রায় সবজির দোকানে সাজানো আছে লেবু। তবে এসব লেবু অপরিপক্ক। পরিপক্ক হতে আরও সময় লাগবে। কিন্তু রমজানে এর চাহিদা প্রচুর। ইফতারের সময় রোজাদারদের বেশ পছন্দ লেবুর সরবত। তাই লেবুতে পর্যাপ্ত রস থাক বা না থাক, কিনছেন সবাই। এই সুযোগে দাম হাঁকিয়ে নিচ্ছেন ব্যবসায়ীসহ কৃষকরা।

রোজার দুদিন আগেও যে সব লেবু বাজারে বিক্রি হচ্ছিল ২০ টাকা হালি। তা রোজার প্রথম দিন থেকে বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। ইফতারের অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক থাকলেও লেবুর দাম দ্বিগুণ হওয়ায় দিশেহারা সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে লেবু কিনতে আসা আবুল বাশার বলেন, ‘রমজান শুরু হয়েছে। ইফতারের সময় লেবুর রস দিয়ে সরবত খুবি জরুরি। তাই বাজারে লেবু কিনতে আসছি। কিন্তু যে লেবুর দাম? তাতে লেবু কিনা দায়। ৬০ টাকা হালি। বেশি হলেও কিছু করার নেই, কিনতে তো হবে। ৩০ টাকা দিয়ে ২টা নিলাম।’

আসাদুল নামের একজন ক্রেতা বলেন, ‘১৫ টাকা করে ২ টা লেবু কিনলাম। বাড়িতে লেবুর গাছ আছে, তবে লেবুগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। পরিপক্ক হতে এখনও এক মাস সময় লাগবে।’

হিলি বাজারে লেবু ব্যবসায়ী তারেক হোসেন বলেন, ‘আমাদের এই অঞ্চলে এখনও লেবু তেমন উঠেনি। আরও মাসখানেক সময় লাগবে। এসব লেবু আমি নাটোর জেলা থেকে কিনে আনছি। ১০ থেকে ১১ টাকা পিস হিসেবে পাইকারি কিনে এনেছি। তা থেকে বড়গুলো ১৫ টাকা পিস আর ছোটগুলো ১২ টাকা পিস হিসেবে খুচরা বিক্রি করছি

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর