বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্কঃ / ১১২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক:

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান এর বিরুদ্ধে। তিনি বিভিন্ন সময়ে রোগীদের সাথে অসদাচরণ করেছেন বলেও অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ তেজাপাড়া গ্রামের ইউসুফ আব্দুল্লাহ সোহাগ প্রচন্ড জ্বর ও ব্যাথা নিয়ে জরুরী বিভাগে যান দুপুর আনুমানিক দেরটার দিকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান তাকে বলেন, এখানে চিকিৎসা হবে না আপনি বহির্বিভাগে যান। বহির্বিভাগে গিয়ে কোনো ডাক্তার না পেয়ে ইউসুফ আব্দুল্লাহ সোহাগ পুনরায় জরুরী বিভাগে ফিরে আসেন। তখন ডাক্তার তাকে বলেন, এখানে ভর্তি না হলে আমি চিকিৎসা দেব না। বলেই তিনি তার বিশ্রাম রুমে চলে যান। পরবর্তীতে ভুক্তভোগী ইউসুফ আব্দুল্লাহ মেডিকেল এ্যাসিসটেন্টের কাছ থেকে চিকিৎসা নিয়ে ফিরে আসেন।

অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে জরুরী বিভাগে তাকে পাওয়া যায়নি। তাকে আসতে বলা হলে তিনি বলেন, আমি যেতে পারবো না, প্রয়োজন হলে তাদেরকে এখানে আসতে বলেন। সেখানে গিয়ে তার এমন আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি উল্টা ঐ ভুক্তভোগীর দোষ দেন। এবং সম্মুখে ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দেন।

ভুক্তভোগী ইউসুফ আব্দুল্লাহ সোহাগ বলেন, আমি প্রচন্ড জ্বর,গায়ের ব্যাথা নিয়ে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। কর্তবরত চিকিৎসক নুসরাত জাহান বলেন, এখানে চিকিৎসা হবে না। আপনি বহির্বিভাগে যান। আমি বহির্বিভাগে যাই কিন্তু সেখানে কোন ডাক্তার না থাকায় দ্রুত জরুরী বিভাগে ফিরে আসি। কিন্তু উনি তখন জরুরী বিভাগে ছিল না। তাকে আসতে বলা হলে তিনি আসেননি।উল্টো আমাকে তিনি তার বিশ্রাম রুমে যেতে বলেন। সেখানে গেলে তিনি চিকিৎসা না দিয়ে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা বলেন, ডা. নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর