নড়াইল জেলার সব ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মরকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন নড়াইল জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে জেলা শিল্পকলার সামনে ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদ এবং এসব ইটভাটা চালু রাখার দাবিতে সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি মালিক ও ভাটার শত শত শ্রমিকবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নড়াইল জেলা সভাপতি এম এম রেজাউল আলম,সাধারণ সম্পাদক সাইফুর রহমান হিট্টু, সিনিয়র সহ সভাপতি, বি এম রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পলাশ মাহমুদ, কোষাধ্যক্ষ করিমুল ইসলাম কুশাল, কাজী মোহাব্বত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে। ৫০ লক্ষ পরিবারের ২ কোটি মানুষের রুটি রোজীর ব্যবস্থা আমরাই করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে। এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন।
সমাবেশ শেষে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতাদের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।