শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম

মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর পক্ষথেকে সূলভ মূল্যে মাস ব্যাপী মুদি মাল বিক্রয় অনুষ্ঠিত

মোঃ ফেরদৌস মোল্লাহ্, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ / ৩৬ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায় পবিত্র মাহে রমাদান মাস উপলক্ষে “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর পক্ষথেকে সূলভ মূল্যে মাস ব্যাপী মুদি মাল বিক্রি।

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার রিজার্ভ পুকুর পাড়ে “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর পক্ষথেকে সূলভ মূল্যে মুদি মাল বিক্রির কার্যক্রম শুরু করেছে রমাদানের একদিন আগে থেকেই। “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর পক্ষথেকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ মেহেদী হাসান।

এছাড়াও “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ মেহেদী হাসান, উপদেষ্টা নুরুল আলম রনি, সহকারী পরিচালক জুবায়ের হোসেন রিদায়, মিরাজ আকন, সহ সভাপতি রিয়াজ হাওলাদার, সহ সভাপতি এইচ এম শামিম পৌর সভাপতি আর এস রাজু, সহ সভাপতি রাকিব হোসাইন, সাংগঠনিক সম্পাদক জি এম রিফাত সহ আরো অনেকে উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন। সংগঠনের এই মহৎ উদ্যোগে সহযোগিতা করেছেন স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া ভান্ডার, মেসার্স মোল্লা ভান্ডার, মেসার্স শান্ত এন্টারপ্রাইজ, এম আর ট্রেডার্স, মেসার্স দেলোয়ার স্টোর, মেসার্স বিসমিল্লাহ বানিজ্য ভান্ডার, ভাই ভাই ডেকোরেটর।
“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই স্লোগানকে সামনে রেখে মানব সেবায় কাজ করে আসছে “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ। সেই সাথে সংগঠন এর সকল সদস্যর পক্ষ থেকে রমাদানের মাসের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ মেহেদী হাসান।

তিনি বলেন যে, পবিত্র মাহে রমাদান মাস উপলক্ষে সূলভ মূল্যে মুদি মাল বিক্রির উদ্যোগ নেয়ার কারনে মানুষ বাজারের থেকে পন্য কমে পাচ্ছে।মুসলিমদের সাথে সনাতন ধর্মাবলম্বী মানুষ তারাও আগ্রহের সাথে ক্র‍য় করতেছে। ক্রেতা ক্রয় করে খুশি আমরা স্বেচ্ছাসেবীগন বিক্রি করে খুশি। আমাদের এই চেস্টা একমাত্র মহান আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য। তিনি আরো বলেন যে , ২৫ রমাদানের পরে সূলভ মূল্যে গরুর গোস ও মহিসের গোস বিক্রি করতে চান। তিনি পূর্বেও রমজানে ৬৫০/- টাকা করে গরুর গোস ও রমজান ছাড়া মহিসের গোস ৬০০/- টাকা করে বিক্রি করেছেন।

তিনি বলেন, মানুষের অনেক আগ্রহ আছে ভাল ভাল কাজ করার কিন্তু ভাল ভাল উদ্যোগ নেয়া মানুষের সংখ্যা খুবই কম। আপনি যদি স্বেচ্ছাসেবক মূলক কাজের উদ্যোগ নেন তবে আপনাকে সহোযোগিতা করার জন্য অনেক মানুষ আপনার পাশে তৈয়ার আছেন। স্বেছাসেবক কোন দলের বা সংগঠন এর সাথে জরিত সেটা দেখার বিষয় নয়, আমরা দল মত নির্বিশেষে সকলকে নিয়ে স্বেচ্ছাসেবক মূলক কাজ করতে চাই। আশাকরি সকলেই যার যার অবস্থান থেকে ভালো কাজে সহযোগিতা করবেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর