এম.ডি আরাফাত আলী, কালিগঞ্জ, সাতকক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শিমু রেজা এমপি কলেজর এডহক কমিটিতে সভাপতি বহিরাগত হওয়ার আশংকার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার মৌতলায় শিমু রেজা এমপি কলেজের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আনিছুর রহমান হাবিবুল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও প্রাক্তন কলেজ ছাত্র আবু রায়হান।
এসময় বক্তারা বলেন, মৌতলার সাধারণ মানুষ তিলে তিলে ওই কলেজ প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু অতি দুঃখের বিষয় এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিদের বাদ দিয়ে বহিরাগত ডালিয়া আফরোজকে এডহক কমিটির সভাপতি বানানোর পাঁয়তারা চালাচ্ছে একটি মহল। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন এ্যাডহক কমিটির সভাপতি যদি বহিরাগত কাউকে করা হয়। তাহলে কলেজ ক্যাম্পাস ঘেরাও সহ লাগাতার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাসানাত আলী ও রফিকুল ইসলাম, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তৈনুর রহমান, যুবনেতা মীর শাহাদাত আজম, শেখ আব্দুল লতিফ,মাছুদ পারভেজ,শেখ আবু তাহের টোকন,আজম গাজী,সরিফুল ইসলাম ও আব্দুল মজিদ প্রমূখ।
প্রসঙ্গত, মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানের শেষে শিমু রেজা এমপি কলেজের এডহক কমিটিতে সভাপতি পদে বহিরাগত ডালিয়া আফরোজ এর মনোনয়ন বাতিল ও ওই কলেজ প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের মধ্য থেকে সভাপতি মনোনয়ন ও প্রদানের দাবিতে কলেজের অধ্যক্ষের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।