বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার নির্বাহী সভাপতি মোহাম্মদ আবু সাঈদ দেশবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন।
গতকাল বুধবার এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন। এসময় আবু সাঈদ বলেন বছর ঘুরে সিয়াম সাধনার মাস মাহে রমজান এসেছে। আমরা এর পবিত্রতা রক্ষা করবো। রমজান মাসের আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করবো। এ মাসে সকলকে হানাহানি মুক্ত থাকার বিশেষ আহ্বানও জানান তিনি।
মোহাম্মদ আবু সাঈদ বিশেষভাবে শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি। এছাড়াও তিনি তার কর্মস্থল ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন আবু সাঈদ।