শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ / ৫৫ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ

বগুড়া সদর উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক নার্সিং শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত বুধবার (০৫ মার্চ ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বগুড়া সদরের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে যান অপর্ণা (২৩), পিতা: হিমাংশু চক্রবর্তী, গ্রাম: জহুরুল নগর, বগুড়া সদর।

পরিবার সূত্রে জানা যায়, ছাদে মোবাইল ফোনে কথা বলার সময় অসতর্কতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তার বুকে ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাত ৯:০০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অপর্ণাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১:০০টায় তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর্ণা বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর