বগুড়া সদর উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক নার্সিং শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত বুধবার (০৫ মার্চ ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বগুড়া সদরের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে যান অপর্ণা (২৩), পিতা: হিমাংশু চক্রবর্তী, গ্রাম: জহুরুল নগর, বগুড়া সদর।
পরিবার সূত্রে জানা যায়, ছাদে মোবাইল ফোনে কথা বলার সময় অসতর্কতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তার বুকে ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাত ৯:০০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অপর্ণাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১:০০টায় তিনি মৃত্যুবরণ করেন।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর্ণা বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।