শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

অভয়নগরে বৃদ্ধা নারীকে মারপিট করে স্বর্ণালংকারসহ টাকা লুট, থানায় অভিযোগ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৩৭ বার পঠিত
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ

যশোরের অভয়নগরে বসতবাড়িতে ঢুকে হামলা মারপিট করে স্বর্ণালংকারসহ টাকা লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ৭ মার্চ বেলা আনুঃ ১১ টার সময় উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বুইকরা গ্রামে বউবাজার সংলগ্ন এঘটনা ঘটেছে।

এবিষয়ে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বুইকরা গ্রামের মৃত জমিনুর রহমানের ছেলে মোঃ ফিরোজ হোসেন বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাদির স্ত্রী নুরজাহান বেগম এর সাথে অনুমান ০৮ (আট) বছর পূর্বে ইসলামি শরীয়াত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্ত্রী কারণে অকারণে বাদির সাথে ঝগড়া ফ্যাসাদ করে আসছে। ওই ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে।

গত শুক্রবার (৭ মার্চ) সকাল আনুঃ ১১টার সময় উপজেলার নওয়াপাড়া (নওয়াপাড়া পৌরসভা ০৪নং ওয়ার্ড, তরফদারপাড়া), এলাকার মোঃ ইমনের স্ত্রী মুসলিমা খাতুন(২৪), একই এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী শাহিদা বেগম(৫০) সহ অজ্ঞাত আর একজন আসামিরা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বাদির মা আলেকজান বেগম(৫৫) কে গালাগালসহ মারধর করে ঘরে গর্চিত রাখা ১ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটপাট করতে থাকে।

ভুক্তভোগীর মা’য়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। এবিষয়ে ভুক্তভোগী মোঃ ফিরোজ হোসেন বলেন, আমি ঘটনার সংবাদ পেয়ে বাড়ি এসে মাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। পরে মা’র মুখে সকল ঘটনা শুনে থানায় ন্যায় বিচার চেয়ে অভিযোগ করেছি।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর