নওগাঁর সাপাহার রায়পুর মৌজার অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণ এর দাবি জানিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ রিজিওন ২ এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেছে অন্তর্ভুক্ত কৃষক সদস্যবৃন্দের পক্ষে সভাপতি ইসমাইল হোসেন।
আবেদনে উল্লেখিত সূত্র অনুযায়ী জানা যায় যে, উপজেলার শিরন্টি ইউনিয়নের রায়পুর মৌজার সর্বসাধারণ কৃষকবৃন্দের সেচ ও চাষাবাদের জন্য ২০০৪ সালে উক্ত মৌজার ৪৪১ দাগে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। কিছুদিন পূর্বে গভীর নলকূপটি অকেজো হয়ে পড়ায় কৃষকদের চাষাবাদ বিনষ্ট হতে শুরু করলে সকল সদস্য মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে পুনরায় নির্মাণ করার জন্য সাপাহার উপজেলা বরেন্দ্র অফিসে যান। এবং অফিস সূত্রে জানতে পারে যে একই মৌজায় ওই গভীর নলকূপটির পরিবর্তে এক ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে আবেদন দাখিল করেছে। তাই ব্যক্তিগত স্বার্থ না দেখিয়ে সমষ্টিগতভাবে পুনরায় স্থাপনের জন্য উর্ধ্বতন অফিসে আবেদন করেছে ভুক্তভোগী কৃষকগণ।
এ বিষয়ে নওগাঁ জেলা বিএমডিএ রিজন ২ নির্বাহী প্রকৌশলী শাহ মঞ্জুর এর সাথে মুঠো ফোনে কথা হলে সাংবাদিকদের জানিয়েছে এ বিষয়ে আবেদন পেয়েছি এবং তদন্ত ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার জোন অফিসকে দায়িত্ব দেয়া হয়েছে।