রাজশাহীর গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরী ধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন এলাকাবাশি ও ভক্তবৃন্দরা।
শুক্রবার বেলা ২টার সময় খেতুরী ধামে একটি সভার আয়োজন করেন উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার রাখু।
সভায় রাখুর মায়ের ২০বছর মৃত্যু বার্ষিকী পালন করেন তার পরে হঠাৎ ভক্তবৃন্দরা বিক্ষোভ শুরু করেন এবং ম্যানেজার ও কমিটির পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে ম্যানেজার গোবিন্দ পালের অফিস রুমসহ কমিটির অফিস কক্ষে তালা দেন ভক্ত বৃন্দরা।
ততক্ষণাত প্রেমতলি তদন্ত কেন্দ্রে আইসি মাকসুদুর রহমান ফোর্স সহ ঘটনা স্থলে আসেন পরিস্থিতি শান্ত করেন।
এই সুযোগে গোবিন্দ পালের সন্ত্রাসী বাহিনি আক্রমণ করেন সুজন পাল নামের একজন ভক্ত বৃন্দকে এলোপাতাড়ি মারধোর করে সে পালিয়ে যায়।
এই বিষয়ে সুজন পাল বলেন, আমাকে এবং নয়ন কুমার শীলকে মোবাইলের মাধ্যমে হুমকি প্রদান করেন এলাকার মনুর ছেলে জেন্ডার আজ হটাৎ করে সে মন্দিরে ডুকে প্রেমতলি তদন্ত কেন্দ্রের অফিসারের সামনে আমাকে মারধোর করে, এই বিষয়ে পুলিশ কোন পদক্ষেপ নেই নি। আমাদের সকলের সঙ্গে কথা বলেছি মামলা পক্রিয়াধিন রয়েছে।
এই বিষয়ে প্রেমতলি তদন্ত কেন্দ্রের অফিসার (আইসি) কে ফোন দিলে তিনি কোন বক্তব্য দেননি।
এই বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, এখানো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।