রবিবার বগুড়া -নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বিবির পুকুর বাজারে এলাকায় বেলা সাড়ে ১১ টার দিকে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় বুলবুলি বেগম (৩২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
সে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকওড় পশ্চিম পাড়ার আব্দুল হাকিম স্ত্রী।
জানা যায়, সে উপজেলার পাগলাপীর কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে যাওয়ার পথে পিছন থেকে অজ্ঞাতনামা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।