শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

অহিদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ৯৪ বার পঠিত
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ

নওগাঁর মহাদেবপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের এক নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম ভুদি (৫০) নামের এক দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দাদাকে আটক করে সোমবার দুপুরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী মাদ্রাসা পাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ভুদি তার এক প্রতিবেশী ভাতিজার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনীকে পাশের গ্রামের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে সন্ধ্যায় শিশুটিকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে আমিনুল ইসলাম সেখান থেকে পালিয়ে গেলে সে বাসায় এসে ঘটনাটি জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে গ্রামবাসী আমিনুল ইসলাম ভুদিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। এ মামলায় আমিনুল ইসলাম ভুদিকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর