“দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২ঃ ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস সদস্যদের আয়োজনে দূর্যোগ প্রস্তুতি ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সুজন মিয়া, হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি, প্রশমন ও দুর্যোগকালিন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেই সাথে হাট-বাজার ও জনবসতি এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস কর্মীদের বিভিন্ন মহড়া প্রদর্শনের আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ ও উদ্ধার কাজের উপর সচেতনতামূলক বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।