শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে রেইজিঙ ডে পালন করা হয়

মনোয়ার ইমাম, কলকাতা, ভারত প্রতিনিধিঃ / ১৯ বার পঠিত
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ

আজ পশ্চিম বাংলা পুলিশের অন্তর্গত বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস এর উদ্যোগে পালিত হয় রেইজিঙ ডে।

আজ বারুইপুর জেলা পুলিশের অধীনে সমস্ত থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ওসি এবং সি আই এবং এস ডি পি ও পদমর্যাদায় পুলিশ অফিসাররা হাজির ছিলেন। এবং যে সকল দক্ষ পুলিশ অফিসার ভালো কাজ করেছেন তাদের কে সম্মান ও সম্মান পুলিশ পদক তুলে দেওয়া হয়।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস ও বারুইপুর থানার আই সি শ্রী সম্যোজতি রায় এবং ক্যানিং আই সি ও এস ডি পি ও এবং আই সি জয়নগর ও সি আই জয়নগর এবং এস ডি পি ও বারুইপুর মহাকুমা পুলিশ আধিকারিক ও বাসন্তী থানা ও গোসবা থানা ও ছোট মোল্লাখালী কোস্টগার্ড থানা ও জামতলা থানার আই সি এবং ভাঙড় সহ বারুইপুর জেলা পুলিশের অধীনে সব থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা।

নিপুণ হাতে এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর