শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

হিলিতে অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

মোঃ ওয়াজ কুরনী, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ / ১৯ বার পঠিত
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ

 

দিনাজপুরের হাকিমপুর হিলিতে লাইসেন্সবিহীন একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে এবং চুলা ভেঙে বন্ধ করে দিয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের বড় জালালপুর এলাকায় “আই পি” ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া। তাদের সঙ্গে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভেকু দিয়ে ইটভাটার চুলা ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ঢেলে আগুন নিভিয়ে দেওয়া হয়।

ইটভাটার প্রতিনিধি তোজাম্মেল হক (মোনা) জানান, লাইসেন্স না থাকায় প্রশাসন চুলা নিভিয়ে দিয়েছে এবং জরিমানা করেছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করা বেআইনি। তাই আদালতের নির্দেশে চুলা বন্ধ করা হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আই পি ইটভাটার চুলা বন্ধ করা হয়েছে এবং নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানায়। তারা বলেন, অবৈধ ইটভাটাগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এসব বন্ধ হলে বায়ু দূষণ কমবে এবং জনস্বাস্থ্য রক্ষা পাবে।

উল্লেখ্য, হাকিমপুর উপজেলায় আরও কয়েকটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের আরও অভিযান পরিচালিত হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর