শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে নেতা-কর্মীদের বিক্ষোভ

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ / ৭৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ

কুমিল্লা লাকসাম উপজেলা ও পৌর বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে ‘সিন্ডিকেট, ছাত্রলীগ নিয়ে পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।বিক্ষোভ মিছিল করেছেন ত্যাগী নেতা-কর্মীরা।

১০শে মার্চ ২৫ইং (সোমবার) বিকেলে বাদ আছর লাকসাম দৌলতগঞ্জ বাজারের দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ থেকে মিছিল বের করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ এসে শেষ হয়। লাকসাম ন.,ফ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাহুল হোসাইন।

এসময় আরো উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ০৭ নং ওয়ার্ড লাকসাম পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর হোসাইন, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসাইন প্রমুখ। এছাড়া হাজারো অনেক বঞ্চিত ত্যাগী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারী একাধিক নেতারা বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে তার বিন্দুমাত্র উদ্দেশ্য পূরণ করতে পারবে না এ কমিটি। বরং ছাত্রদলের গৌরবোজ্জ্বল ইমেজকে নষ্ট করে বিভেদের সৃষ্টি করবে। আমরা এ কমিটিতে প্রত্যাখ্যান করছি। কেন্দ্রীয় নেতারা নিজেদের মাইম্যানকে ইউনিটগুলোতে বসাতে গিয়ে ত্যাগীদের সাথে তামাশা শুরু করেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর