নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে বদলগাছী নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর দীপ্ত কুমার বলেন, ইসির অধীনে জাতীয় পরিচয়পত্র সেবা যেন বহাল থাকে। অতীতে বিভিন্ন সরকারের আমলে নানা সময়ে জাতীয় পরিচয়পত্র সেবাকে বিতর্কিত করা হয়েছে।
তাদের এ ন্যায্য দাবির বাস্তবায়ন চান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর শিখা রানী, স্কানিং এন্ড ইকুপমেন্ট অপারেটর নাফিউল ইসলাম সহ আরো অনেকে।