যশোরে র্যাবের অভিযানে ২৯৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বিষয়টি র্যাব-৬ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি রাতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানাধীন ১২ নং নিজামপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের শ্রীকোনা গ্রামের মোঃ হাইবাবু (৩৫), পিতা- শফিকুল ইসলাম তার বাড়িতে মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির জন্য মজুদ করেছে। এই তথ্যের ভিত্তিতে ১৬ মার্চ ২০২৫ তারিখে রাত ১:২৫ ঘটিকায় র্যাবের আভিযানিক দলটি অভিযানে বের হয়।
অভিযানে ২ মাদক ব্যবসায়ী, মোঃ একরামুল (২৪) এবং রঞ্জন বিশ্বাস (৩৯), দুজনকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেখানো মতে, শ্রীকোনা গ্রামের মোঃ হাইবাবু’র বাড়ির আঙ্গিনায় একটি রান্নাঘরের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮,৮৮,০০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল স্বল্প মূল্যে সংগ্রহ করে এবং দেশের বিভিন্ন জেলায় তা অধিক দামে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে, সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।