আজ পশ্চিম বাংলার জামায়াতে ইসলামীর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অধীনে মগরাহাট পশ্চিম ব্লক জামায়াতের পক্ষ একটি আলোচনা সভা এবং দাওয়াতে ইফতার পালিত হয়।এই অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন থেকে রমজান মাসের গুরুত্ব ও দ্বীনের দাওয়াত নিয়ে আলোচনা করেন মগরাহাট পশ্চিম এর জামায়াতের নেতা রফিক বৈদ্য।পরে পবিত্র কোরআন থেকে নবী ও সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করেন মগরাহাট পশ্চিমের ব্লক জামায়াতে ইসলামীর সভাপতি ফরিদুল ইসলাম সর্দার।
সেই সঙ্গে দ্বীন ইসলামের উপর আলোকপাত করেন মগরাহাট পশ্চিমের ব্লক জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি ইসমাইল সর্দার। আজকের এই পবিত্র আলোচনা সভায় ও দাওয়াতে ইফতারে, উপস্তিত ছিলেন সাবেক মগরাহাট পশ্চিমের জামায়াতের সেক্রেটারি সামসুদ্দিন খাঁন এবং সাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এস আই ও র সেক্রেটারি জিয়ারুল হক মোল্লা ও মনোয়ার হোসেন মোল্লা। সেই সঙ্গে এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা পুলিশের হাওড়া ট্রাফিকের এস আই বজলুর রহমান হালদার এবং ঘোলা নওয়াপাড়া জে বি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সর্দার ও আব্দুল আলিম গাজী ও ঘোলা নওয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং উস্তি সিভিক পুলিশ এর কর্মী গাজী ওবায়দুল্লাহ সহ প্রায় শতাধিক মানুষ। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার পরিবেশন করা হয়। এবং বিশ্বের শান্তির জন্য দোয়া করা হয়।