যশোরের অভয়নগরে চা দোকানে পাওনা ৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে উজ্জ্বল শেখ ওরফে বয়াতি (৫৭) নামের চা দোকানদারের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর আনুঃ সাড়ে ১২ টার সময় উপজেলার সিংগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার চাকই গ্রামের মৃত ন্যাংটা মল্লিকের ছেলে মোঃ হাবি মল্লিক সোমবার ওই চা দোকানে ৩ কাপ চা অর্ডার করে। চা খেয়ে সে ভুক্তভোগী দোকানদারকে ১০ টাকা দিয়ে চলে যেতে গেলে ভুক্তভোগী আরো ৫ টাকা দিতে বলে। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি বাকবিতন্ডা শুরু হলে দুষ্কৃতকারী হাবি মল্লিক ওই চা দোকানদারের উপর অতর্কীত হামলা চালিয়ে মারাত্মক আহত করে।
পরে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতকারী হাবি মল্লিক পালিয়ে যায়। পরে আহত উজ্জ্বল শেখকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এবিষয়ে ভুক্তভোগী উজ্জ্বলের স্ত্রী জানান, সামান্য ৫ টাকার জন্য যারা আমার স্বামীকে এলোপাতাড়ি মারপিট করে মাথা ফাটিয়ে মারাত্মক আহত করেছে, আমি তাদের কঠোর শাস্তি চায়। এব্যাপারে নড়াইল সদর উপজেলার চাকই গ্রামের হাবি মল্লিকের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে সিংগাড়ী বাজার কমিটির সভাপতি সফি মোড়ল বলেন, আমি বিষয়টি জানি এখন ওই আহত উজ্জ্বলকে যারা মারপিট করেছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিলো তাকে চিকিৎসা করা খরচ বহন করতে পরে কি হয়েছে। এবিষয়ে আমি কিছু জানিনা।
এব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।