টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৮নং বহুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত চতলবাইদ করটিয়া পাড়া দাখিল মাদরাসা মাঠে আজ ১৭ মার্চ সোমবার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নির্বাচন চাই। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ভোট হয়নি, দিনে রাতে ভোট হয়েছে। জনগন ভোট দিতে পারেনি। আগামী আট ডিসেম্বর এর মধ্যেই নির্বাচন দিন, তিনি সরকারের উদ্দেশ্য বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুইটিই চায়।
বহুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. আইয়ূব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সহ-সভাপতি আকবর হোসেন, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ বাছেদ মাষ্টার, পৌর বিএনপি সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, সাবেকউপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সবুর রেজা, উপজেলা যুবদল আহবায়ক বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও এর সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।