মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নওগাঁয় বিদ্যালয় মাঠের সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সুনামগঞ্জে নবনিযুক্ত দিরাই ও ছাতক সার্কেল কর্মকর্তার যোগদান নওগাঁয় রহস্যজনকভাবে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেলো কৃষকের নালিতাবাড়ীতে প্রবীণ আলেম ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শান্তি-শৃঙ্খলা ও জনসচেতনতা বৃদ্ধিতে পোরশা থানার সুধী সমাবেশ অভয়নগরে পুকুরে পানিতে ডুবে ৭ম শ্রেনীর ছাত্রের মৃত্যু অভয়নগরে উদীচী শিল্পীগোষ্ঠীর সংগীত বিদ্যালয়ের উদ্বোধন ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে ছেলেকে দ্বিতীয় বিবাহ করালেন যৌতুক লোভী পিতা, মাথা কাহালু উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইঞ্জিনিয়ার রানা মাসুদকে ফুল দিয়ে বরণ

আত্রাইয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিল প্রশাসন

এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ / ৩৫ বার পঠিত
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন একটি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের অভিযানে ইটভাটাটির চিমনি ও কিলন আংশিকভাবে ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

ইটভাটাটির মালিক পোঃ মোঃ সিদ্দিকুর আলী, যিনি স্থানীয়ভাবে সিদ্দীকুর আলী মেম্বার নামে পরিচিত। তার ইটভাটাটির নাম ছিল O.S.B ব্রিকস্। পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, ইটভাটা চালানোর জন্য বৈধ ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। তবে এই ইটভাটাটি কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চালানো হচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং পরিবেশ দূষণের বিষয়টি নজরে আসায় প্রশাসন এই অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসফিকুর রহমান আবরার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন এবং বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা অবৈধ ইটভাটা ভেঙে দেওয়ায় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ হলে পরিবেশ দূষণ কমবে এবং এলাকার স্বাস্থ্যকর পরিবেশ ফিরে আসবে। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর