যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজের শিক্ষক ও এলাকাবাসীর পক্ষ থেকে কলেজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টার সময় উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদ ও ওই কলেজের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধন অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শুধীজন বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। ওই মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার অভিভাবক বৃন্দসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এসময় ডাক্তার আতাহার রহমান বলেন, কলেজ টা যাতে সুষ্ঠুভাবে চলে আসু সমাধানের চেষ্টা করতে সকলের সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে আশরাফুর রহমান মোল্লা বলেন, শ্রীধরপুর ইউনিয়নে একটি মাত্র কলেজ, এই ইউনিয়নের নামেই করা, তাই এমপিও ভুক্তি করণে এবং বোর্ডের নিয়ম নীতিতে কোন প্রকার সমস্যা না ঘটে কোন প্রকার দ্বন্দ্বের কারণে তাই সকলের প্রতি দৃষ্টি রাখার আহবান জানান। কলেজের শিক্ষকরা জানান সকলে প্রকার ভেদাভেদ ভুলে আমাদের শিক্ষার্থীদের কে এবং প্রতিষ্ঠানকে সুন্দর রূপে গড়ে তুলতে পারি সে সুযোগ সৃষ্টির জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন।