নওগাঁর পোরশার নীতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৬০ কেজি কষ্টি পাথরের বিষ্ণুমুর্তি উদ্ধার করে বিজিবি। শুক্রবার প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান উপ- অধিনায়ক মেজর মো. সুলতান মাহমুদ শেখ।
জানা যায়, আজ ১৬ বিজিবি’র অন্তর্গত জেলার পোরশা থানার নীতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে একটি কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি চোরাচালান হতে পারে বলে গোয়েন্দা তথ্য পায়। সে তথ্যের ভিত্তিতে বিজিবি’র উপ- অধিনায়ক মেজর মো. সুলতান মাহমুদ শেখের নেতৃত্বে নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৩০/৯ এস হতে ৩ শ গজ অভ্যন্তরে বালাশহিদ নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থান হতে ৬০ কেজি ওজনের ১টি কষ্টিপাথর এর বিষ্ণু মূর্তি উদ্ধার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত কষ্টিপাথর মূর্তিটি নিয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।