ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার বাদ জুমা হিলফুল ফুযুল সংগঠনের আয়োজনে ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই আয়োজন করা হয়।
বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে উপজেলা গেইটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় নালিতাবাড়ী হিলফুল ফুযুল সংগঠনের সভাপতি মুফতি আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিলফুল সংগঠনের চেয়ারম্যান হাফেজ সাব্বির আহম্মেদ, শাহী মসজিদে ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী নাজিরপুরী, গড়কান্দা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ প্রমুখ।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে গাঁজা বাসীদের শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।