বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

নওগাঁর পোরশায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মোঃ শিহাব উদ্দীন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ / ৬২ বার পঠিত
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ

নওগাঁ জেলার পোরশা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ শে মার্চ) সরাইগাছি বাজার সরাইগাছি কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার আমির জনাব মোঃ সাগর আলীর সভাপতিত্বে ও পোরশা উপজেলা শাখার সেক্রেটারি জনাব মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোঃ নাসির উদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা ওলামা মাশায়েখ বিভাগের সভাপতি মাওলানা জনাব মোঃ আলাউদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি এবং সভাপতি সহ অন্যান্য বক্তারা বলেন স্বৈরাচার সরকারের ১৭ বছরের নিপীড়ন, নির্যাতনের পরে বাংলাদেশে সকল দল তাদের রাজনৈতিক কর্মকান্ড সুন্দরভাবে পরিচালনা করতে পারছে।তাই সকলে দলমত নির্বিশেষে এই স্বৈরাচার সরকারকে প্রতিহত করতে হবে।স্বৈরাচার সরকারকে পুনর্বাসনের কোন সুযোগ দেওয়া হবে না।সকল দলের নেতাকর্মীকে তাকওয়া এবং পরহেজগার সম্পূর্ণ হতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও পোরশা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইয়াদুল হক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন পোরশা উপজেলা ওলামা মাশায়েখ বিভাগের সভাপতি মাওলানা জনাব মোঃ আলাউদ্দিন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর