ঈশ্বরদীতে ইফতারের খাবার খেয়ে বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৭০ জন অসুস্থের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঈশ্বরদী উপজেলা স্বস্থ্য কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় অর্ধশতাধিক।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় একটি সংগঠনের আয়োজিত ইফতার শেষে আগত ব্যাক্তিদের অসুস্থ্য হওয়ার এ ঘটনা শুরু হয়। পরে রাতভর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেওয়ার জন্য ভীড় জমাতে থাকেন অসুস্থরা।
ইফতার অনুষ্ঠানের আয়োজক ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা ও দিপ্ত জানান, ঈশ্বরদী স্টেশন রোডস্থ ‘‘ ঢাকা বিরিয়ানী হাউস” নামের একটি রেস্টুরেন্ট থেকে ইফতার আয়োজনের জন্য মোরগ পোলাও অর্ডার করেন তারা। ঐ রেস্টুরেন্টের দেওয়া খাবার গুলোই ইফতারীতে দেওয়া হয় আগত অতিথিদের। তবে অতিথিরা এই খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হতে থাকেন এবং চিকিৎসা নিতে ভর্তি হন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
তিনি আরও বলেন, আমি এবং আমার ছোট ভাই ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ আমাদের পরিবারের সদস্যরা প্রায় সবাই এই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে গেছি। বর্তমানে আমাদের অবস্থা খুবই নাজুক। এছাড়া যারা এই আয়োজনে এসছিলো তাদের মধ্যে প্রায় সবাই অসুস্থ হয়ে হাসপাতালে এবং স্থানীয় ভাবে চিকিৎসাধীন রয়েছে।
জানতে চেয়ে ঢাকা বিরিয়ানী হাউসের প্রোপাইটর আজিজুল ইসলামকে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেন নি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, ইফতার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি মৌখিক ভাবে জানতে পেরেছি। তবে এখনো লিখিত কোন অভিযোগ পায়নি।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, ঢাকা বিরিয়ানী হাউসের খাবার খেয়ে অসুস্থ হওয়ার বিষয়ে আমি লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।