বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

বাগমারা উপজেলায় প্যানেল চেয়ারম্যান এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত।

সোহেল রানা, বাগমারা প্রতিনিধিঃ / ৬৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ

বাগমারায় উপজেলা ২নং নরদাশ ইউনিয়ন বিএন পির বার বার কারা নির্যাতিত নেতা ও ২নং  নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং প্যানেল চেয়ারম্যান-১ মোঃ রফিক ভাইয়ের উদ্যোগে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া বলেছেন, দেশে আবারও ১/১১-এর কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে। তারা সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছিল। একজন রাজনীতিবিদের জীবনে যখন সফলতার সুবর্ণ সময়, তখন তাঁর ওপরে নানা মিথ্যা দোষারোপ করে এরা কালিমা লেপন করেছিল। বাগমারা উপজেলা ২নং নরদাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এর ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ কুশীলদের ষড়যন্ত্রে ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগী ও গুণী নেতা তাদের দেওয়া কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছিলেন জানিয়ে বিশেষ অতিথি মোঃ আবুল কালাম আজাদ সভাপতি রাজশাহী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক প্রজন্ম দল এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা দ্বারা গঠিত সংগঠন Ronesa কেন্দ্রীও কমিটির যুগ্ন মহাসচিব তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। ছাত্র-জনতা যখন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে, তখন ১/১১-এর কুশীলরা সক্রিয় হয়ে উঠেছে। রাজনীতিবিদদের চরিত্রে আবারও কালিমা লেপন করে তারা বিনা ভোটের সরকারকে ক্ষমতায় রেখে সুবিধা নিতে চায়। বাগমারা উপজেলা ২নং নরদাশ ইউনিয়নের নরদাশ গ্রামে হাইস্কুল মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ ও বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনায় মোঃ ওয়াসিম আকরাম ২ নং নরদাশ ইউনিয়ন জিয়া প্রজম্ন দলের (সভাপতি) তার বক্তব্যে বলেন, ২নং নরদাশ ইউনিয়নে কিছু পদধারি নেতা আওয়ামী লীগের ৫জন মেম্বার কে সমথর্ন দিয়ে তাদের সাথে চুক্তি করে প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যার কারনে ২নং নরদাশ ইউনিয়নের গরিব দুখি মানুষ কোন ধরনের সুযোগ সুবিধা ও সব কিছু অনুদান থেকে বঞ্চিত হচ্ছে। মোঃ রাকিবুল ইসলাম সাবেক যুবদল নেতা। মোঃ আল মামুন ২নং নরদাশ ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি ও আরো অনেকে। বাগমারা উপজেলা শুভডাঙ্গা ইউনিয়নের বিএনপির সেক্রেটারি মোঃ আবু সামা মিস্টার আরও বলেন, এ দেশের ছাত্র-জনতা হাজারো প্রাণের বিনিময়ে দুর্নীতিবাজ, ভোটচোর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। দেশের মানুষ নতুন করে দেশ গড়ার চেষ্টা শুরু করেছে, ভোট চোরমুক্ত পরিবেশে নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের যে সোনালি সময়ে এ দেশের হাল ধরার করার কথা ছিল, সে সময় এসব কুশীলরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা তাঁকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিল। দেশে নতুন করে আবারও সে ষড়যন্ত্র শুরু হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর