‘এই ঈদ উপহার পাইয়া আমি মেলা খুশি ‘। আল্লাহ এদের (মানব কল্যাণ ফাউন্ডেশন) মেলা বছর বাচাইয়া রাখুক। এরা এগুলা না দিলে ঈদের দিন ভালা কিছু খাওয়া অইতো না। আবেগ আপ্লুত হয়ে এমন কথাগুলো বলছিলেন শেরপুরের নকলা উপজেলার ষাটোর্ধ্ব অসহায় এক বৃদ্ধ মহিলা। ২৪ মার্চ সোমবার পৌর শহরের নকলা বড় মসজিদ সংলগ্ন ধানহাটি এলাকায় মানব কল্যাণ ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।
সূত্র জানায় উপজেলার ছিন্নমূল পর্যায়ের ৪০ টি অসহায় পরিবারের মাঝে সোমবার ঈদ উপহার প্রদান করেছে মানব কল্যাণ ফাউন্ডেশন। উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, তেল, চিনি, সেমাই, নুডুলস, পেঁয়াজ, আলু, পিঠা ইত্যাদি।
মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক হাফেজ সাইম ইসলামের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, সাংবাদিক হাসান মিয়া ও নকলা বাজারের ব্যবসায়ী গোলাম রাব্বানী ও সংগঠনের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের পরিচালক হাফেজ সাইম ইসলাম বলেন, “আমরা প্রতি বছর অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হলো, যারা কষ্টে আছেন, তাদের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া। ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।